Sunday, May 12, 2024
দেশ

রোজ ৩০০ ট্রেন চালিয়ে শ্রমিকদের ৩-৪ দিনের মধ্যে বাড়ি ফেরাতে প্রস্তুত রেল: পীযূষ গোয়েল

নয়াদিল্লি: লকডাউনের জেরে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অসহায় পরিযায়ী শ্রমিকেরা। কঠিন এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চাইছেন তাঁদের প্রত্যেকেই। পায়ে হেটে বাড়ি ফিরতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ১৭ জন পরিযায়ী শ্রমিকের। এই ঘটনার পর থেকেই চাপ বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় সরকারের উপর। এই অবস্থায় রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করলেন, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলের কোনও সমস্যা নেই।

পীযূষ গোয়েল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রোজ ৩০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে প্রস্তুত রেল। আগামী ৬ দিনের জন্য স্বল্প নোটিশে চালানো হবে ট্রেন।

দেশের সকল রাজ্য সরকারের সহযোগিতার দাবি জানান তিনি পীযূষ গোয়েল। রেলমন্ত্রী বলেন, আমি সকল রাজ্যের কাছে আবেদন জানাচ্ছি তাঁরা যেন ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার অনুমতি দেয়, যাতে আমরা আগামী ৩-৪ দিনের মধ্যে তাঁদের বাড়ি পৌঁছে দিতে পারি।


পীযূষ গোয়েল বলেন, রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৬টি শ্রমিক স্পেশাল ট্রেন ছেড়েছে। তার মধ্যে ২৮৭টি ট্রেন ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গিয়েছে। বাকি ট্রেনগুলি মাঝ রাস্তায় আছে।

উল্লেখ্য, এখনও অবধি পশ্চিমবঙ্গে মাত্র ২টি ট্রেন এসে পৌঁছেছে। নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে বিশেষ বার্তা দিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেন, সব রাজ্যকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার অনুমতি দিক রাজ্য সরকার।