Saturday, May 18, 2024
দেশ

রিয়ার আবেদন খারিজ, সুশান্ত মৃত্যু মামলার তদন্ত করবে সিবিআই, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত বুধবার সুশান্ত মৃত্যুর তদন্তভার সিবিআইকে দিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশে সক্ষম। মহারাষ্ট্র সরকারকে নির্দেশ পালন করতে হবে।

বুধবার বিচারপতি হৃষিকেশ রায়ের সিঙ্গল বেঞ্চ রিয়া চক্রবর্তীর পিটিশন খারিজ করে দেয়। বিচারপতি হৃষিকেশ রায় জানান, সুশান্তের মৃত্যুর পর মুম্বাই পুলিশ এই মামলার ইনকুয়েস্ট করেছে। মুম্বাই পুলিশ এই মামলায় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য। বিহার পুলিশের এই মামলার এফআইআর দায়ের করার পূর্ণ আইনি অধিকার রয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুশান্তের মৃত্যুর তদন্ত করবার পূর্ণ জুরিসডিকশন রয়েছে বিহার পুলিশের। এই রায়ের পর বিহার পুলিশের আইজি গুপ্তেশ্বর পাণ্ডে বলেছেন, আমি ভীষণ খুশি। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, এটা ১৩০ কোটি ভারতীয়র ভাবনার জয়। দেশবাসীর মনে শীর্ষ আদালতের জন্য আগে থেকেই যে বিশ্বাস ছিল তা আরও মজবুত হল। সুশান্তের মৃত্যুর মামলায় অবশ্যই ন্যায়বিচার হবে।

সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং বলেন, সুশান্ত সিংয়ের পরিবারের জন্য বড় জয়। মুম্বাই পুলিশ এই মামলায় ভুল দিশা দিয়েছিল। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, এই মামলার এফআইআর দায়ের করার জুরিসডিকশন ছিল পাটনা পুলিশের কাছে। বিহার সরকারেরও পূর্ণ অধিকার রয়েছে এই মামলার তদন্তের জন্য সিবিআই সুপারিশ করার।