Thursday, May 16, 2024
দেশ

পশ্চিমবঙ্গে দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’, মমতার নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সুপ্রিম কোর্টের ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল। যার ফলে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’সিনেমার প্রদর্শনে আর কোনো বাধা থাকলো না।


উল্লেখ্য, গত ৫ মে মুক্তি পায় দ্য কেরালা স্টোরি। সিনেমাটি দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করে। সিনেমাটি তবে সমস্ত বিতর্কে পিছনে ফেলে সিনেমাটি ব্যাপক দারুণ ব্যবসা করে চলেছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী স্বয়ং সিনেমাটির পক্ষে কথা বলেন। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশে সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়। বিজেপির মুখ্যমন্ত্রীরা হলে গিয়ে সিনেমাটি দেখেন।

তবে উল্টো পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। মমতা বলেন, ‘হিংসা ও ঘৃণা ছড়ানো রুখতে এবং রাজ্যে শান্তি রক্ষা করতে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে।’

মমতার অভিযোগ করেছিলেন, এই সিনেমা তৈরির পিছনে বিজেপির হাত রয়েছে। কেরালা ও কেরালার মানুষকে বদনাম করে, তথ্য বিকৃত করে সিনেমাটি তৈরি করেছে বিজেপি।