Monday, May 20, 2024
রাজ্য​

রেল দুর্ঘটনার ক্ষতিপূরণে তৃণমূলের বান্ডিল বান্ডিল ২০০০ টাকার উৎস কি? কালো টাকা সাদা করাই কি লক্ষ্য: সুকান্ত মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তৃণমূলের তরফে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। তবে আর্থিক সাহায্য ২০০০ টাকার নোটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ২ হাজার টাকার নোটে 2 লাখ টাকার আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল।

টুইটে সুকান্ত মজুমদার লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য করছেন রাজ্যের একজন মন্ত্রী। সাধুবাদ জানাই। কিন্তু এপ্রসঙ্গে এই প্রশ্নটাও রাখছি, একসাথে 2000 টাকার নোটে 2 লক্ষ টাকার বান্ডিলের উৎস কি?”


সুকান্ত মজুমদার আরও লিখেছেন, “বর্তমানে 2000 টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে 2000 টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হলো না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি?”

উল্লেখ্য, RBI জানিয়েছে, যাদের কাছে ২০০০ টাকার নোট তারা যেন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যেন বদলে ফেলেন। অর্থাৎ, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বাতিল হয়ে যাবে সমস্ত ২০০০ টাকার নোট।