Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

কাবুলে কোচিং সেন্টারে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৪৮

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী হামলার ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে আরও অন্তত ৬৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল চারটার দিকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়।

আফগান পুলিশ জানিয়েছে, এক আত্মঘাতী পায়ে হেঁটে একটি কোচিং সেন্টারে প্রবেশ করে। পরে সে তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সে সময় সেখানে শিক্ষার্থীরা পড়াশুনা করছিল। নিহতদের মধ্যে অধিকাংশই কিশোর-কিশোরী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে তারা আলাদা করে ওই কোচিং সেন্টারে পড়াশুনা করছিল।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের এই হামলার সাথে কোনওরকম সংশ্লিষ্টতা নেই।

প্রসঙ্গত, বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনাঘাঁটিতে তালেবানের হামলায় নয় পুলিশ সদস্য এবং ৩৫ সেনা সদস্য নিহত হয়েছেন।