Saturday, May 18, 2024
দেশ

মা-ই সব, মা-ই পৃথিবী, মায়ের স্মৃতিতে ৫ কোটি টাকা খরচ করে ‘তাজমহল’ বানালেন ছেলে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অকৃত্রিম, অফুরন্ত। মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন। এবার সেই মায়ের স্মৃতিতে তাজমহল বানালেন ছেলে।

জানা গেছে, তামিলনাড়ুর তিরুভারুর জেলার অমরউদ্দিন শেখ তাঁর মা জেলানি বিবির স্মরণে তাজমহল তৈরি করেছেন। অসুস্থতার কারণে ২০২০ সালে অমরউদ্দিনের মা প্রয়াত হন। তার স্মৃতিতে নির্মিত তাজমহল বানাতে অমরউদ্দিন প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেছেন।

১৯৮৯ সালে মাত্র ১১ বছর বয়সে বাবাকে হারান আমিরউদ্দিন। তারপর থেকে একটি হার্ডওয়্যার দোকান চালিয়ে ৪ মেয়ে এবং এক ছেলেকে একাই মানুষ করেছেন তাঁর মা। স্নাতক হওয়ার পর বর্তমানে চেন্নাইয়ে ব্যবসা করছেন আমিরউদ্দিন।

২০২০ সালে তাঁর মা প্রয়াত হন। মায়ের স্মৃতিতে তাজমহলের আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন আমিরউদ্দিন। তাঁর পৈতৃক গ্রাম আম্মায়িয়াপ্পানে এক একর জমি কিনে সেখানেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছেন।