Friday, May 17, 2024
বিনোদন

‘আদিপুরুষ’ সিনেমায় অত্যন্ত নিম্নমানের সংলাপে ক্ষিপ্ত শিবসেনা, দিল চরম হুঁশিয়ারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘আদিপুরুষ’ সিনেমা ঘিরে তীব্র বিতর্ক। সিনেমাটির অত্যন্ত নিম্নমানের সংলাপ, ভিএফএক্স, নির্মাণ, পোশাক থেকে শুরু করে রাম চরিত্রে প্রভাসের লুক, সব কিছু ঘিরেই তীব্র বিতর্ক ছড়িয়েছে। শিবসেনাও অগ্নিমূর্তি ধারণ করেছে সিনেমাটির সংলাপের জন্য।

সিনেমাতে লঙ্কাকাণ্ডের সময় হনুমানের মুখে শোনা যায়, ‘কাপড়া তেরে বাপ কা, তেল ভি তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি, অউর জ্বালেগি ভি তেরে বাপ কি!’ এছাড়া আরো অনেক অত্যন্ত নিম্নমানের সংলাপ রয়েছে। এহেন সস্তামানের সংলাপ ভগবান রাম কিংবা হনুমানের মুখে মানায় না।

শিবসেনার তরফে এই সিনেমা তৈরির জন্য গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে আদিপুরুষের নির্মাতাদের। বিশেষ করে সিনেমাটির পরিচালক ওম রাউত এবং সংলাপের লেখক মনোজ মুন্তাসিরকে। হনুমানের মুখে সস্তামানের সংলাপের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে লেখককে।

শিবসেনার সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটে লিখেছেন, ‘আদিপুরুষ সিনেমাতে যে ধরনের সংলাপ ব্যবহার করা হয়েছে, তা একেবারে ফুটপাতের ভাষা। বিশেষ করে হনুমানের সংলাপ একেবারেই সস্তামানের। এভাবে রামায়ণকে অপমান করা যায় না। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া চাক সিনেমা নির্মাতারা।’

এদিকে, আদিপুরুষ সিনেমায় ভগবান রাম, রামায়ণ, ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে হিন্দু সেনা।