Saturday, May 4, 2024
রাজ্য​

বলাগড় কলেজে আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করেছিলেন, ফলকে থাকা শান্তনুর নাম ঢেকে দেওয়া হলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। এর ২৪ ঘণ্টার মধ্যেই চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে তাকে। এবার বলাগড় কলেজে আশুতোষ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির ফলকে থাকা শান্তনুর নাম ঢেকে দেওয়া হলো।

জানা গেছে, ২০১৫ সাল থেকে বলাগড় কলেজের সভাপতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। কলেজে ২০১৯ সালে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মূর্তিটি উদ্বোধন করেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধক হিসেবে এতদিন ফলকে জ্বলজ্বল করছিল শান্তনুর নাম। কিন্তু ইডির গ্রেফতারির পরে বদলে গেছে সবকিছু। মঙ্গল দুপুরে দল থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে। চাকরি থেকেও সাসপেন্ড হয়েছেন। এবার বুধবার ফলক ঢেকে দিল কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”শান্তনু দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে। তৃণমূল তাকে দল বহিষ্কার করেছে তাই আমরা ফলক ঢেকে দিয়েছি।”

ছবি ক্রেডিট: দ্য ওয়াল