Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের গাজীপুরে দুটি মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর

ঢাকা: বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে দুটি মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানার পুলিশ। ভাংচুর করা মন্দিরগুলো হল শ্রীপুরের সোনাবো কালীবাড়ী বটতলা দুর্গা মন্দির ও পার্শ্ববর্তী গোবিন্দ মন্দির।

বটতলা দুর্গা মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি বাদল চন্দ্র জানিয়েছেন, রবিবার রাতে দুর্বৃত্তরা এগুলো ভাংচুর চালিয়েছে। দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমার একটি হাত, মহিষাসুরের দুটি হাত, স্বরস্বতীর মাথার চুলের তোড়া ও গোবিন্দ মন্দিরের চারটি প্রতিমা ফেলে দিয়ে ভাংচুর করা হয়। পূজা দেওয়ার উদ্দেশ্যে কাপড়ের পর্দা দিয়ে ঢাকা ছিল প্রতিমাগুলো। মন্দির দুটি পাশাপাশি। মন্দিরে কোনও কেয়ারটেকার না থাকলেও তালাবদ্ধ ছিল।

সোমবার দুপুরে স্থানীয় এক শিশু ও তার মা মন্দিরের পর্দা সরিয়ে প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে পান। পরে স্থানীয় লোকজনদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রীপুর থানা পুলিশকে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম জানিয়েছেন, প্রতিমাগুলো কে বা কারা ভেঙেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর মডেল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।