Wednesday, May 1, 2024
আন্তর্জাতিক

করোনা আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

মস্কো: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিখাইল মিশুস্তিনের একটি ভিডিও মিটিং সম্প্রচার করে রাশিয়ার সরকারি রসিয়া-২৪ টেলিভিশন। সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত। পরীক্ষায় তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে।

৫৪ বছর বয়সী মিখাইল মিশুস্তিনের রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। নিজের দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরে দাঁড়িয়েছেন তিনি। প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য এদিন ডিক্রি স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন হন মিখাইল মিশুস্তিন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মিশুস্তিন প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।

উল্লেখ্য, করোনার জেরে খুবই খারাপ অবস্থা রাশিয়াতে। সেখানে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজারেরও বেশি। মারা গিয়েছেন ১০৭৩ জন।