রামনবমীতে গেরুয়াময় গোটা পশ্চিমবঙ্গ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে উজ্জ্বল গেরুয়া রঙে রাঙিয়ে উঠল শহর থেকে গ্রাম। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত রাস্তায় রামভক্তদের ঢল। কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গ-সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হল রামনবমী। গেরুয়া ধ্বজ হাতে পথে নামেন বিজেপি ও তৃণমূল—দুই শিবিরের নেতা ও কর্মীরা।
উত্তর কলকাতায় জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের নেতৃত্বে সকাল ৯টায় শুরু হয় মিছিল। নিউ টাউনে পথে নামেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ঘোষিত রাম মন্দিরের শিলান্যাস পর্বে জোরকদমে চলছে অনুষ্ঠান। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকেও দেখা যায় রামভক্ত রূপে।
এই উপলক্ষে রাজ্যজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা ও হাওড়ায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। কাজিপাড়া মোড়ে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। চলছে ড্রোনে নজরদারি। শুধু কলকাতাতেই ৫৯টি মিছিলের জন্য মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী। পরিস্থিতির ওপর নজর রাখতে নবান্নে বসেছেন পদস্থ পুলিশকর্তারা।