রামনবমী উপলক্ষে সূর্যতিলকে অভিষেক রামলালার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর দিন অযোধ্যার রামমন্দিরে ধরা দিল এক অবিস্মরণীয় ও ঐশ্বরিক দৃশ্য। জন্মতিথিতে রামের কপালে সূর্যরশ্মি দিয়ে আঁকা হল তিলক—যা অনেকের কাছেই এক অলৌকিক অভিজ্ঞতা। তবে এর নেপথ্যে রয়েছে অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক দুপুর ১২টা নাগাদ রামলালার কপালে এসে পড়ে সূর্যের আলো, যা প্রায় ৬ মিনিট স্থায়ী ছিল। হাজার হাজার ভক্ত সেই মুহূর্তে মন্দির চত্বরে উপস্থিত থেকে এই দৃশ্যের সাক্ষী হন।
এই সূর্যতিলক প্রকল্প বাস্তবায়ন করেছে আইআইটি রুরকির বিজ্ঞানীরা। তাঁরা একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেন, যার মাধ্যমে সূর্যের আলো নির্দিষ্ট পথে প্রতিফলিত হয়ে ঠিক বালক রামের মূর্তির কপালে এসে পড়ে। এই ব্যবস্থায় মন্দিরের উপরের তলায় একটি আয়নায় প্রথমে সূর্যের আলো পড়ে। সেখান থেকে ৯০ ডিগ্রির কোণে প্রতিফলিত হয়ে তা একটি পিতলের নলের মধ্যে দিয়ে যায়। ওই নলের অপর প্রান্তে থাকা দ্বিতীয় একটি আয়নার মাধ্যমে আবার সেই আলো প্রতিফলিত হয় এবং শেষ পর্যন্ত এসে পড়ে রামলালার কপালে। এই সূর্যতিলকের ব্যাস ৭৫ মিমি।
#WATCH | ‘Surya Tilak’ illuminates Ram Lalla’s forehead at the Ram Janmabhoomi Temple in Ayodhya, on the occasion of Ram Navami
‘Surya Tilak’ occurs exactly at 12 noon on Ram Navami when a beam of sunlight is precisely directed onto the forehead of the idol of Ram Lalla, forming… pic.twitter.com/gtI3Pbe2g1
— ANI (@ANI) April 6, 2025
রবিবারের এই মাহেন্দ্রক্ষণ দেখতে সকাল থেকেই মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। পুরোহিতরাও ছিলেন উদগ্রীব হয়ে অপেক্ষায়। দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মি রামলালার কপালে এসে পড়তেই শুরু হয় বিশেষ পুজো ও অভিষেক।
গত বছরও এই প্রযুক্তির মাধ্যমে সূর্যতিলক দেখা গিয়েছিল। এবারেও একই রকমভাবে সাফল্যের সঙ্গে তা সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিবছর রামনবমীতে এই ঘটনা অব্যাহত থাকবে, যাতে ভক্তরা সরাসরি এমন এক অপার্থিব দৃশ্যের সাক্ষী হতে পারেন।
বৈজ্ঞানিক প্রযুক্তি আর ধর্মীয় অনুভূতির মেলবন্ধনে এক নতুন মাত্রা যোগ করল অযোধ্যার এই সূর্যতিলক অনুষ্ঠান। এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক উদাহরণ হয়ে থাকল—যেখানে আধুনিক বিজ্ঞান হয়ে উঠল আধ্যাত্মিক অভিজ্ঞতার সহযাত্রী।