Wednesday, April 23, 2025
Latestকলকাতা

রামনবমী উদযাপনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে রাজ্যপাল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ রামনবমী। এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে শোভাযাত্রা ও ধর্মীয় আয়োজন। কলকাতা থেকে শুরু করে জেলাগুলিতে, বিভিন্ন জায়গায় রামভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পথঘাট। ধর্মীয় আবেগকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনও রয়েছে তৎপর।

রাজ্যের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। প্রত্যেক জেলা ও শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। হেলমেট, লাঠি, এবং মোবাইল ভ্যানসহ প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও সিভিক ভলান্টিয়াররা। শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আগেভাগেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠক করা হয়েছে।

এই দিনে বিশেষ তাৎপর্য রয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সফরের। রাজভবন সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টা নাগাদ তিনি রাজভবন থেকে রওনা হন কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অবস্থিত রাম মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে। মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণে তাঁর এই সফর সম্পূর্ণ আনুষ্ঠানিক হলেও, রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজ্যপালের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “এই সফর ঘিরে আমরা আগেভাগেই সবরকম নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। মন্দির সংলগ্ন এলাকায় চেকপোস্ট, নজরদারি ক্যামেরা এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।”

রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় ধর্মীয় সঙ্গীত, আলোচনা সভা, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সহনশীলতা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে।