Thursday, December 12, 2024
বিনোদন

রাখি বললে ডাক শুনবো না, ফতিমা বলে ডাকতে হবে, মক্কা থেকে ফিরেই ঘোষণা ড্রামা-কুইনের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের শিরোনামে রাখি সাওয়ান্ত। আদিল দুরানি খানের সঙ্গে ঝামেলা কাটতে না কাটতেই আবার আলোচনায় তিনি। মক্কা থেকে ফিরেই অভিনেত্রী সাফ জানিয়েছেন, এখন থেকে তাকে ফতিমা বলে ডাকতে হবে। রাখি বলে ডাকলে তিনি আর ডাক শুনবেন না।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস জেল খেটেছেন আদির। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন আদিল। চুপ করে বসে থাকেননি রাখিও। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ আনেন রাখি।

নানারকম ঝামেলার মধ্যে শান্তির খোঁজে ওমরাহ করতে মক্কায় যান রাখি। সেখান থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! এবার নামও বদলেছেন তিনি।

মক্কা থেকে দেশে ফিরে রাখি জানিয়েছেন, তিনি আর রাখি নামে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ফতিমা। সাংবাদিকদের তাকে ফতিমা নামেই ডাকার আবেদন করেন।

আদিলকে বিয়ের সময়েই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রাখি। বিয়ের পরে একাধিকবার বোরকাতেও দেখা গিয়েছিল রাখিকে। 

যদিও পরে অবশ্য নিজের চেনা চেহারাতেই ফিরে এসেছিলেন বিতর্কিত এই অভিনেত্রী। সম্প্রতি আদিলের সঙ্গে তার ঝামেলার খবর প্রকাশ্যে আসে। আদিলের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক অভিযোগ করেন রাখি।