এবার ‘এক দেশ এক নির্বাচন’, সংসদে বিল আনতে চলেছে মোদী সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার একাধিক আইন পাস করেছে। এবার বিজেপির লক্ষ্য ‘এক দেশ-এক নির্বাচন (One Nation One Election)। জানা গেছে, এই লক্ষ্যে ইতিমধ্যেই একটি প্যানেলও তৈরি করেছে মোদী সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্যানেলের প্রধান। এ বিষয়ে দ্রুত নোটিফিকেশন করা হবে বলে খবর।
১৮ থেকে ২২ সেপ্টেম্বর স্পেশাল সংসদীয় সেশনের ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে বিল আনতে পারে কেন্দ্র। এটি হলে গোটা দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে একবারে হবে। এখনকার মতো আলাদা আলাদা সময়ে হবে না। একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হলে খরচ এবং সময় দুটোই বাঁচবে। এবং এরফলে দেশের উন্নয়ন কার্য নির্বাচনের জন্য থেমে থাকবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার এক দেশ-এক ভোটের পক্ষে সওয়াল করেছেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি বিষয়টি সামনে নিয়ে আসে।