Wednesday, May 8, 2024
FEATUREDLatestদেশ

রাজ্যসভায় ১২৫-১০৫ ব্যবধানে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল

নয়াদিল্লি: সোমবার লোকসভায় পাশ হওয়ার পর আজ, বুধবার রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। এদিন দুপুরে রাজ্যসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিলটি পেশ করার সাথে সাথেই তীব্র বিরোধিতা করে বিরোধী দল ও দক্ষিণপন্থী দলগুলি। তাঁদের অভিযোগ, এই বিল মুসলিমদের প্রতি পক্ষপাতমূলক। এটি সংবিধানের ১৪ নম্বর ধারার বিরোধী।

জবাবে অমিত শাহ বলেন, এই বিলে হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কথা বলা হয়েছে। কিন্তু বিরোধীরা শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে ভাবছেন। ভারত কোনও দিনই মুসলিম মুক্ত দেশ হবে না। ধর্মের ভিত্তিতে দেশভাগের সময় কেন চুপ ছিল কংগ্রেস? পাকিস্তানে ও বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যেই এই বিল।

বিলটি সম্পর্কে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, এটি ভারতের সংবিধানের আত্মাকে আঘাত করবে। এটি সংবিধানের প্রস্তাবনার বিরুদ্ধে। তৃণমূল সাংসদ ডেরেক ব্রায়েন বলেন, গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।

তবে বিজেপির জেপি নাড্ডা বিরোধীদের তোলা অভিযোগ খারিজ করে দেন। জেপি নাড্ডা বলেন, বিরোধীদের ধারণা পুরোপুরিই ভুল। তিনি বলেন, এই বিল পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের (হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান) জন্য। তাঁরা ভারতে আশ্রয় নিলে শরণার্থী হিসেবে তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবারেই বিলটি পাশ হয়েছে লোকসভায়। সোমবার বিলটি লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে ৩৩৪টি এবং বিপক্ষে পড়েছিল ১০৬টি ভোট। সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে বিলটি পাশ হওয়ার ফলে এটি আইনে পরিণত হল।