তৃণমূল থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কলকাতা: তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Benerjee)। শুক্রবার দুপুরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল সদস্যপদ থেকেও পদত্যাগ করেন তিনি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সুতরাং বলা চলে রাজীব বন্দ্যোপাধ্যাের বিজেপিতে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন রাজীব। এরপর তৃণমূল থেকে পদত্যাগ করলেন তিনি। তৃণমূল নেত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে দলের সমস্ত ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যহতি চেয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী।
পদত্যাগপত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছি। বহু সময় ব্যায় করেছি দলের জন্য। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি দলের প্রাথমিক সদস্যপদ ও অন্যান্য সমস্ত পদ থেকে অব্যহতি চাই।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বেসুরো হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একের পর এক মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন তিনি। গত শুক্রবার রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তাতেই তৃণমূলের সঙ্গে তাঁর বিচ্ছেদ একপ্রকার পাকা হয়ে গিয়েছিল। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হল শুক্রবার। জানা গিয়েছে, রবিবার হাওড়ায় অমিত শাহের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি।


