Tuesday, November 18, 2025
দেশ

ত্রালে ভারতীয় সেনার এনকাউন্টারে খতম ৩ হিজবুল জঙ্গি

শ্রীনগর: ফের জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের ত্রালে ভারতীয় সেনার এনকাউন্টারে খতম ৩ হিজবুল জঙ্গি। পুলিশ ও সেনার যৌথ দল এই অপারেশন চালাচ্ছে। এই অপারেশনে নিকেশ তিন জঙ্গি।

গোপন সূত্রে ভারতীয় সেনার কাছে খবর আসে ত্রালের মন্দোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। খবর পেয়েই সেনা আর পুলিশের যৌথ দল ওই এলাকা ঘিরে ফেলে। সেনাকে দেখা মাত্রই গুলি চালানো শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। শুরু হয় তুমুল গুলির লড়াই। তাতেই খতম হয় ৩ জঙ্গি।

যৌথ বাহিনী প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। তবে সে কথায় কর্ণপাত না করে সেনার উপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব কড়া দেয় জওয়ানরা। তাতেই নিকেশ তিন জঙ্গি।

কাশ্মীরের আইজি জানিয়েছেন, মন্ডোরা গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। এরপর পুলিশ, সেনা আর সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বললেও তারা অগ্রাহ্য করে গ্রেনেড ছোঁড়ে সেনাদের লক্ষ্য করে। এরপর সেনা পাল্টা জবাব দেয়। সংঘর্ষে তিন জঙ্গি নিকেশ হয়। নিহতরা হিজবুল মুজাহিদ্দিনের সাথে যুক্ত ছিল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।