Sunday, May 5, 2024
দেশ

কংগ্রেস শাসিত রাজস্থানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো পাক হিন্দু শরণার্থীদের গ্রাম, উচ্ছেদের নোটিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে প্রাণ বাঁচাতে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। সেই সমস্ত হিন্দু শরণার্থীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এমনকি, আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। এই ঘটনা ঘটেছে কংগ্রেস শাসিত রাজস্থানে। জেলা প্রশাসক জানিয়েছে, আগে থেকেই উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল।

জানা গেছে, অমরসাগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ওই গ্রামে পাকিস্তান থেকে উচ্ছেদের শিকার হওয়া হিন্দুরা বসবাস করতেন। জেলা প্রশাসকের অভিযোগ, সরকারি দপ্তরের জমি বেআইনিভাবে অধিগ্রহণ করেছে হিন্দু শরণার্থীরা। তাই পাক হিন্দু শরণার্থীদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

বুলডোজার দিয়ে ৫০টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাড়ি ছাড়া হয়েছেন নারী, শিশু-সহ ১৫০ জন। বাধা দিতে গেলে মহিলাদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ।


গৃহহীনরা জেলা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, পাকিস্তানি হিন্দু শরণার্থীদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন না দেওয়া অবধি বিক্ষোভের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রশ্ন উঠছে কেন্দ্রের বিজেপি সরকার তো বলেছিল- পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেবে। তাহলে রাজস্থানের পাক শরনার্থী হিন্দুদের এই উচ্ছেদের ঘটনায় চুপ কেন মোদী সরকার?