Sunday, May 19, 2024
দেশ

তীব্র আক্রমণের পর সবাইকে চমকে দিয়ে মোদীকে জড়িয়ে ধরলেন রাহুল

নয়াদিল্লি: অনাস্থা আলোচনায় ভাষণ দিতে দিতেই আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করলেন রাহুল গান্ধী। আর গোটা পরিস্থিতিতে কার্যত হকচকিয়ে যান প্রধানমন্ত্রীও। ‘আমাকে পাপ্পু ডাকতে পারেন, আমি কিন্তু আপনাকে অপছন্দ করি না’ এ কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে এগিয়ে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এরপর জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রীকে। রাহুলের পিঠ চাপড়ে দিলেন মোদীও।

একাধিক বিষয়ে বিজেপিকে তোপ দাগতে শুরু করতেই বিজেপি সংসদ সদস্যরা তুমুল হট্টগোল জুড়ে দেন। কিছুক্ষণের জন্য মুলতবিও হয় সংসদের কার্যক্রম। তারপর ফের শুরু হয় আলোচনা। ফের শুরু হয় হয় বিশৃঙ্খলা।

এর আগে মোদির উদ্দেশ্যে রাহুল বলেন, ‘চৌকিদার নন, ভাগীদার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি দেশের চৌকিদার। কিন্তু তিনি আসলে দুর্নীতির ভাগীদার। কারণ বিভিন্ন দুর্নীতির অংশীদার প্রধানমন্ত্রীও।’

রাফাল দুর্নীতি প্রসঙ্গে রাহুল বলেন, ‘রাফাল বিমানের দাম ছিল ৫২৫ কোটি ৷ মোদী ফ্রান্সে গেলে দাম হল ১৬০০ কোটি ৷ আমি দেশের চৌকিদার, বলেছিলেন মোদী ৷ দেশের চৌকিদার এখন কোথায়? রাফাল চুক্তি নিয়ে মিথ্যে বলেছেন ৷ মিথ্যে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেছেন ৷’

এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজকের বিতর্ক ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ দিন।’ অপরদিকে, কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ‘অনাস্থা ভোটের মঞ্চটি কেবলমাত্র সংখ্যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই। এ সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনাও এর একটি বড়ো উদ্দেশ্য। মানুষকে সত্যিটা জানানোই আমাদের লক্ষ্য।’