Saturday, May 11, 2024
দেশ

প্রস্তুত PSLV-৫৭ রকেট, সূর্যের দিকে পাড়ি দেবে আদিত্য L1, দেখুন সরাসরি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চাঁদের পর ইসরোর এবার মিশন সূর্য। সেই লক্ষ্যে শনিবার মহাকাশে পাঠানো হচ্ছে আদিত্য-L1 কে। সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান আদিত্য L1.

১৪৮০ কেজি ওজনের মহাকাশযানটিকে উৎক্ষেপণ করার পর পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। পৃথিবীকে ২৩৫ কিমি X ১৯,৫০০ কিমি ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে আদিত্য L1.

আদিত্য L1 মিশনের সরাসরি সম্প্রচার শুরু হবে। ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের ৩০ মিনিট আগে থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচার শুরু হবে।

দেখুন সরাসরি সেই ভিডিও-