Sunday, April 28, 2024
Latestআন্তর্জাতিক

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোটা বিশ্বে ভারতের জয়জয়কার! এবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম (Tharman Shanmugaratnam)। 

এক যুগেরও বেশি সময় সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শুক্রবার সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোটে ৬৬ বছর বয়সী অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন। 

জানা গেছে, ৭০ শতাংশের বেশী ভোট পেয়ে থারমান নির্বাচনে বড় জয় পেয়েছেন। সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হলেন থারমান।

শুধুমাত্র সিঙ্গাপুর কিংবা ব্রিটেন নয়, বিশ্বের বহু দেশ শাসন করছেন ভারতীয় বংশোদ্ভুতরা। দেখে নিন সেই তালিকা-

ব্রিটেন (প্রধানমন্ত্রী), মরিসাস (প্রধানমন্ত্রী), পর্তুগাল (প্রধানমন্ত্রী), আয়ারল্যান্ড (প্রধানমন্ত্রী), মরিসাস (প্রেসিডেন্ট), গায়ানা (প্রেসিডেন্ট), ত্রিনিদাদ-টোবাগো (প্রেসিডেন্ট), সুরিনাম (প্রেসিডেন্ট), সিয়াচেলেস (প্রেসিডেন্ট), সিঙ্গাপুর (প্রেসিডেন্ট)।