Thursday, July 17, 2025
বলিউড

জুহুতে ৬০ কোটি টাকার বাংলো কিনলেন অজয় দেবগন

মুম্বাই: করোনা পরিস্থিতিতে একদিকে দেশজুড়ে যখন হাহাকার চলছে তখন নতুন বাড়ি কেনার ধুম পড়েছে বলিউডে। জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার বিলাসবহুল বাড়ি কিনলেন অজয় দেবগন (Ajay Devgan)। জানা গেছে, মুম্বাইয়ের জুহুতে (Juhu) ৬০ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনেছেন অজয়।

৫৯০ স্কোয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাড়িটি তাঁর পুরোনো বাড়ির একদম কাছেই। জানা গিয়েছে, গত এক বছর ধরে নতুন বাড়ি খোঁজ করছিলেন অজয় ও কাজল। দেবগনদের নতুন বাংলোর প্রতিবেশী হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা।

গত বছরের নভেম্বরেই ডিল ফাইনাল হয় বলে খবর। সব প্রক্রিয়া শেষে চলতি বছরের এপ্রিলে নতুন বাড়িটি অজয় ও তাঁর মা দু’জনের নামে কিনলেন।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের অন্ধেরিতে ৩১ কোটি টাকা দিয়ে ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের ডুপ্লেক্স কিনেছেন অমিতাভ বচ্চন। প্রেমিকা মালাইকা আরোরার বাড়ির সামনে 4BHK ফ্ল্যাট কিনেছেন অর্জুন কাপুর। অভিনেত্রী সানি লিয়ন ১৬ কোটি দিয়ে ৪ হাজার ৩৬৫ স্কোয়ার ফিটের বাড়ি কিনেছেন। পরিচালক আনন্দ এল রাই ২৫.৩০ কোটি দিয়ে ৫ হাজার ৯১৭ স্কোয়ার ফিটের বাড়ি কিনেছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।