Wednesday, April 23, 2025
Latestদেশ

জমি কেড়ে নেওয়ার দিন শেষ! রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী বিল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাত্র ৩ দিনেই আইনে পরিণত হল মোদি সরকারের বহুল আলোচিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পরই এই বিলটি আইনি বৈধতা পেল। এর ফলে, দেশের জমি সংক্রান্ত বহু পুরনো বিতর্কিত ইস্যুতে এক নতুন মোড় এসেছে বলেই মনে করছে রাজনৈতিক ও আইন বিশেষজ্ঞ মহল।

গত ২ এপ্রিল লোকসভায় পেশ করা হয় এই বিল। দীর্ঘ বিতর্কের মধ্যরাতেও থেমে থাকেনি আলোচনার ঝড়। ভোটাভুটিতে ২৮৮টি ভোট পড়ে বিলের পক্ষে, আর ২৩২টি ভোট পড়ে বিপক্ষে। এরপর ৫ এপ্রিল রাজ্যসভায় প্রায় ১৩ ঘণ্টার বিতর্ক শেষে ১২৮-৯৫ ভোটে বিলটি পাশ হয়। সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয় এবং ৬ এপ্রিল রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত হয়। এখন কেবল সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা, এরপরই এটি কার্যকর হবে দেশের মাটিতে।

কি বলছে সংশোধনী আইন?

নতুন এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের অতিরিক্ত ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, ওয়াকফ বোর্ড দেশজুড়ে বহু সাধারণ নাগরিকের পৈতৃক সম্পত্তি রাতারাতি “ওয়াকফ সম্পত্তি” বলে দাবি করে দখল নিচ্ছিল। অধিকন্তু, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত মামলাগুলি সাধারণ আদালতে বিচারযোগ্য নয় বলে বহু ভুক্তভোগী আইনি প্রতিকার থেকেও বঞ্চিত হচ্ছিলেন।

সংশোধিত আইনের ফলে, এখন থেকে ওয়াকফ বোর্ডের একচেটিয়া জমি দাবি করার ক্ষমতা আর আগের মতো থাকছে না। একইসঙ্গে সংশ্লিষ্ট জমির মালিকরা নিজেদের অধিকারের পক্ষে আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে সাধারণ নাগরিকদের জমি রক্ষার আইনি পথ সুগম হবে।