Friday, May 3, 2024
দেশ

করোনা রুখতে মোদীর পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সার্টিফিকেট কেমব্রিজের

লন্ডন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে এবার জায়গা করে নিল আরেক সম্মান। মারণ করোনা মোকাবিলায় গোটা ভারতে কঠোর লকডাউন তথা সামাজিক দূরত্বের নিয়ম পালনের দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। করোনা পরিস্থিতিতে ভারত সরকারের নীতির ভূমিকা নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (University of Cambridge) এক গবেষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সম্পর্কে এই কথা বলা হয়েছে।

তবে শুধু লকডাউন নয়, বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়ম-নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েও এই গবেষণা চালানো হয়েছে। গবেষণায় মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞান বিষয়ক জার্নাল পিএলওএস ওয়ানে (PLOS One) সম্প্রতি সেই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, মোদীর পদক্ষেপেই দেশে করোনা মোকাবিলার প্রস্তুতি ও প্রশমনের কৌশল চালিত হয়েছে। প্রধানমন্ত্রী বারবার জনসমক্ষে (মন কি বাত এবং জাতির উদ্দেশে ভাষণ) আসার ফলে দেশের ১৩০ কোটি মানুষ লকডাউন মেনে চলেছেন। সামাজিক দূরত্বের বিধি মেনে চলেছেন। এছাড়া জনসমক্ষে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যোগা ও আয়ুর্বেদ, রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা, পিপিই ও মাস্ক তৈরি করা, দেশীয় প্রযুক্তির করোনা পরীক্ষার কিট উৎপাদনের ক্ষেত্রেও সাফল্য মিলেছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা অ্যাসিসট্যান্ট প্রফেসর রণিতা বর্ধন বলেন, ভারত বিশাল ও বৈচিত্রপূর্ণ দেশ। অন্যদিকে, পাশ্চাত্যের দেশগুলির শেষ সীমানার বাড়িটিও আধুনিকতার ছোঁয়ায় আছে। সেখানে ভারত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। করোনা পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের প্রয়োজন ছিল। একইসঙ্গে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন ছিল। ভারতের মতো দেশে সেটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল।

গবেষক রমিত দেবনাথ বলেছেন, মোদীর আশ্বাসে মানুষের মনে অনুপ্রেরণার সঞ্চার হয়। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যেমন – করোনা সংক্রান্ত তথ্যের বারবার সম্প্রচার, বলিউড গান, কবিতা, নাটকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা। রামায়ণ ও মহাভারতের মতো অনুষ্ঠানের সম্প্রচারের মাধ্যমে মানুষকে বাড়িতে থাকতে উদ্বুদ্ধ করা। এছাড়া মোদীর আশ্বাসে ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে আর্থিক, স্বাস্থ্য খাত থেকে শুরু করে কড়া লকডাউনের ক্ষেত্রেও সার্বিক প্রভাব পড়েছিল।