Wednesday, May 15, 2024
দেশ

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেটকে স্বাগত জানালেন মোদী

নয়াদিল্লি: নেতানিয়াহুকে মাত্র ১ ভোটে হারিয়ে ইজরায়েলের ১৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেট। দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন দক্ষিণপন্থী ইহুদি নেতা ৪৯ বছর বয়সী বেনেট। রবিবার বিকালে ৬০-৫৯ ভোটে ইজরায়েলের পার্লামেন্ট জয়লাভ করেছে বেনেটের জোট সরকার। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বেনেট। তারপর মধ্যপন্থী রাজনীতিক ইয়ার লাপিড প্রধানমন্ত্রী হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে মোদী লিখেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে অভিনন্দন জানাই। আগামী বছর ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এবং দুটি দেশের কৌশলগত অংশীদারীত্বকে আরো শক্তিশালী করার অপেক্ষায় আছি।


নরেন্দ্র মোদীর টুইটের পর নাফতালি বেনেট লিখেছেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি দুই গণতান্ত্রিক দেশের সুসম্পর্ককে আরও মজবুত করে তুলতে আপনার সঙ্গে কাজ করার জন্য উৎসুক।

পাশাপাশি, ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারীত্বকে ব্যক্তিগত উদ্যোগে আরো মজবুত করা এবং নেতৃত্বদানের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী। টুইটে মোদী লিখেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আপনি সফলভাবে আপনার কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করেছেন। ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারীত্বকে ব্যক্তিগত উদ্যোগে আরো মজবুত করা এবং নেতৃত্বদানের জন্য বেঞ্জামিন নেতানিয়াহু আপনার প্রতি আমি কৃতজ্ঞ।