Friday, May 17, 2024
দেশ

সুপ্রিম কোর্টের রাম মন্দির রায়ে শতাব্দী প্রাচীন বিতর্ক ও বিবাদের শান্তিপূর্ণ সমাধান হয়েছে: মোদী

নয়াদিল্লি: এক বছর আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য মসনদে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার এক বছর পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী। নিজের চিঠিতে নমো লিখেছেন, বিগত এক বছরে মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

চিঠিতে মোদী লিখেছেন, গত এক বছরের তাৎপর্যপূর্ণ কিছু সিদ্ধান্ত হল – ৩৭০ ধারা বাতিল, যা রাষ্ট্রের একতা এবং অখণ্ডতার ভাবধারাকে আরও মজবুত করেছে। সর্বসম্মতিক্রমে মহামান্য সুপ্রিম কোর্টের রাম মন্দির রায়, যা শতাব্দী-প্রাচীন বিতর্ক ও বিবাদের অবসান ঘটিয়েছে।

মোদী বলেন, তিন তালাকের মতো ‘বর্বরোচিত প্রথা’কে ছুড়ে ফেলে দিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) কথা উল্লেখ করে নমো বলেন, এই আইন ভারতের সহানুভূতি এবং একতার ভাবধাবার প্রতীক। যা সকলকে কাছে টেনে নেবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। রায়ে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি রামলালাকে প্রদান করা হয়। গত ২৬ মে থেকে শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ।