কঠিন সময়ে ইসরাইলের পাশে থাকার বার্তা দিলেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার রাতে ইসরাইলের উপর ৫০০০ এর বেশি রকেট হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী হামাস। এই হামলায় ২২ জন ইসরাইলির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০০ জনের মতো। হামাসের হামলার জবাবে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইসরাইলের পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হামাস (Hamas) বাহিনী ইজরায়েলি সেনা এবং বসতি লক্ষ্য করে ২০ মিনিটে ৫,০০০-এর বেশি রকেট নিক্ষেপ করে। পাশাপাশি, হামলায় বিস্ফোরক বোঝাই প্যারাগ্লাইডারও ব্যবহার করেছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামাস। ইজরায়েলে বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে সন্ত্রাসীরা। প্রাণঘাতী হামলা চালাচ্ছে তারা।
হামাস ঘোষণা করেছে, ‘এবার ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে তারা।’ পাল্টা জবাবে ইসরাইল ‘অপারেশন আয়রন সোর্ডস’ ঘোষণা করেছে।
এই পরিস্থিতিতে ইসরাইলের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, ”ইসরায়েলের উপর জঙ্গি হামলার খবরে খুব আশ্চর্য হচ্ছি। নিরীহ মানুষ যারা হামলার শিকার হচ্ছেন এবং তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের পাশে রয়েছি।’