Wednesday, May 15, 2024
আন্তর্জাতিক

সুখবর, ফের অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু

লন্ডন: এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের করোনা টিকার তৃতীয় দফার ট্রায়াল সাময়িক বন্ধ রাখা হয়। তবে ব্রিটেনে ফের শুরু হয়েছে অক্সফোর্ডে তৈরি করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। শনিবার অ্যাস্ট্রাজেনেকার তরফে এই ঘোষণা করা হয়।

অ্যাস্ট্রাজেনেকা এই ঘোষণার পরে নয়া উদ্যমে ফের কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তাদের ভারতীয় সহযোগী সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেরাম জানিয়েছে, কোভিশিল্ড-এর ট্রায়াল ফের শুরুর অনুমতি চেয়ে ড্রাগ কনট্রোলার জেনারেলের (DGCI) কাছে আবেদন জানানো হয়েছে। DGCI-এর অনুমতি পেলেই ভারতে ভ্যাকসিনের ট্রায়াল পুনরায় শুরু করা হবে।

শনিবার অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, অক্সফোর্ডের তৈরি করোনা টিকার (AZD1222) ট্রায়াল ফের শুরু করার অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার।  ব্রিটিশ সরকারের সংস্থা মেডিসিনস হেলফ রেগুলেটরি অথরিটি (MHRA) জানিয়েছে, অক্সফোর্ডের তৈরি করোনা টিকা নিরাপদ। তাই ফের ট্রায়াল শুরু করা যেতে পারে। ওই অনুমতির ওপরে ভিত্তি করেই পুনরায় ট্রায়াল শুরু হয়েছে।

এর আগে ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ে। এরপরেই তৃতীয় দফার ট্রায়াল প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয় এমএইচআরএ।