Wednesday, May 15, 2024
দেশ

ত্রিপুরায় ‘বাড়িহীন’ মানিক সরকার উঠেছেন পার্টি অফিসে

আগরতলা: ত্রিপুরার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের অফিসেই বাস করছেন। নিজস্ব কোনো বাড়ি না থাকায় বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে দলের অফিসে ওঠেন। অফিসের অতিথি কক্ষেই তিনি ও তার স্ত্রী পঞ্চালি ভট্টাচার্য বসবাস করবেন বলে জানিয়েছেন রাজ্য সিপিএমের সেক্রেটারি বিজন ধর। অফিসের সেক্রেটারি হরিপদ দাস জানিয়েছেন, মানিক সরকার তাকে বলেছেন, অফিসে রান্না করা খাবারই তারা খাবেন। হরিপদ দাস আরো জানান, নতুন সরকার কোয়ার্টার বরাদ্দ দিলে সেখানে যেতে পারেন মানিক সরকার।

১৯৯৮ সাল থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মানিক সরকারের নিজের কোনো গাড়িও নেই। সরকারের জরিপেও তাই গরিব মুখ্যমন্ত্রীর খেতাব পেয়েছেন তিনি। টানা ২০ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। একই সঙ্গে রাজ্যের অন্যতম রাজনৈতিক সংগঠন সিপিএমের সভাপতি। ৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয় তার দল। দুই দশক মুখ্যমন্ত্রী থাকার পর এবার ছাড়তে হচ্ছে এ দায়িত্ব। নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শপথ নিয়েছেন গত শুক্রবার।

মুখ্যমন্ত্রীর বাংলোতে একটু একটু করে সাজানো সংসার ভেঙে গেল। মানিক সরকারের বাড়িভর্তি ছিল শখের বই। সব তো আর দলীয় কার্যালয়ে নিয়ে ওঠা যায় না, সেখানে তেমন জায়গাও নেই। মুখ্যমন্ত্রীর স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্য জানান, বেশ কিছু বই তারা দিয়ে দিয়েছেন রাজ্য সরকারের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে। লেনিন রচনাবলী, দাস ক্যাপিটাল, কার্ল মার্কসসহ অনেক বই দিয়েছেন সিপিএমের দলীয় লাইব্রেরিতে। বাংলাদেশের কয়েকটি প্রকাশনার বেশ কিছু বই রেখেছেন নিজেদের কাছে। আগরতলার কৃষ্ণনগরে পাঞ্চালির বাপের বাড়ির একটি ঘরে ঠাঁই পাচ্ছে সেসব গ্রন্থ।