Thursday, May 2, 2024
দেশ

মমতাকে ‘প্রধানমন্ত্রী’ পদে দেখতে চান দেবগৌড়া

নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও তৃণমূলসহ বিরোধীদলগুলোর প্রস্তাবিত মহাজোটের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানালেন সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। দিল্লিতে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবগৌড়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হয় তবে সেটা খুবই ভালো। ইন্দিরা গান্ধী ১৭ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। সব সময় আমরা পুরুষরা কেন প্রধানমন্ত্রী হব? মমতা বা মায়াবতী প্রধানমন্ত্রী হতেই পারেন।

জেডিএস প্রধান আরও বলেন, বিরোধী জোট এখনও সম্পূর্ণ চেহারা পায়নি। কিন্তু, মমতা এ ব্যাপারে খুব ভালো কাজ করছেন। অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) খসড়া তালিকা প্রকাশের পর মমতার ভূমিকা আরও আগ্রাসী হয়েছে। এটা বিরোধী জোটের ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করেন দেবগৌড়া।

তিনি মনে করেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের কাছে বিজেপি ও তাদের শরিকরা ধরাশায়ী হবে। এমনটা হলে মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তাঁর কোনও আপত্তি নেই। সাবেক এই প্রধানমন্ত্রীর মন্তব্য, মমতার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এখন গোটা দেশের সমস্ত আঞ্চলিক দল জোটবদ্ধভাবে বিজেপিকে হারানোর দিকে এগোচ্ছে। তিনি আশা করেন, আগামী দু-তিন মাসের মধ্যে মমতার চেষ্টা বাস্তব রূপ নেবে।

প্রসঙ্গত, কয়েক মাস আগে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে জেডিএস। বিধানসভা নির্বাচনে অনেক বেশি আসনে পেয়েও জেডিএসকে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেয় কংগ্রেস। দায়িত্ব নেন দেবেগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী।