Saturday, May 18, 2024
দেশ

ক্ষমতায় আছি কংগ্রেসের দয়ায়, কর্নাটকের মানুষ আমায় চাননি: কুমারস্বামী

বেঙ্গালুরু: কর্ণাটকে কংগ্রেস সমর্থিত জেডিএস সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জোট শরিকের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়েই রাখলেন। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের আগে কুমারস্বামীর কথায় সংশয়ের আশঙ্কা তীব্র। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমি তো সাধারণ মানুষের থেকেই সংখ্যাগরিষ্ঠতার আশা করেছিলাম। কিন্তু, কর্নাটকের সাড়ে ৬ কোটি মানুষ জেডিএসকে প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের দয়ার উপরই নির্ভরশীল আমার সরকার।’

এদিন কুমারস্বামীর এই স্বীকারোক্তি নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের আগে তাঁর এই কথায় নানা জল্পনা শুরু হয়েছে। কর্ণাটক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিরোধী ঐক্যের ছবি ধরা পড়েছিল, মুখ্যমন্ত্রীর এই কথায়, তা ধাক্কা খাচ্ছে। উপ মুখ্যমন্ত্রী ও স্পিকার পদ ছাড়াও এবার রাহুল গান্ধীর দল কংগ্রেস কর্ণাটকের অর্থ মন্ত্রকও দাবি করেছে বলে জল্পনা। আর এ কারণেই কার্যত আশাহত কুমারস্বামী বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রধানমন্ত্রীর সাথে এদিন দেখা করার পর তিনি বলেন, কৃষি ঋণ মকুবই তাঁর কাছে সবচেয়ে গুরুত্ব পাবে, এই প্রতিশ্রুতি রাখতে না পারলে তিনি নিজে থেকেই রাজনীতি ছেড়ে দেবেন এবং পদত্যাগ করবেন। এমন সময়ে কুমারস্বামীর মন্তব্যে রাজনৈতিক জল্পনা বাড়ছে। প্রসঙ্গত, কৃষি ঋণ মকুবের দাবিতে কর্ণাটক বিজেপি আজ রাজ্য জুড়ে বনধ ডেকেছে।