Friday, May 10, 2024
রাজ্য​

২৮ ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল ফাঁকা হয়ে যাবে, কাজ করার লোক পাওয়া যাবে না, হুঁশিয়ারি শুভেন্দুর

হাওড়া: বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল শিবিরে একের পর এক ভাঙন ধরিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দলে টেনে নিয়েছেন একাধিক নেতাকে। রবিবার হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল ফাঁকা হয়ে যাবে, কাজ করার মতো লোক থাকবে না।

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা আর দক্ষিণ ২৪ পরগনা ফাঁকা করে দেব। সেখানে তৃণমূল কোম্পানি করার মতো কোনও লোক থাকবে না। পাশাপাশি, তিনি দাবি করেছেন, তাঁকে দিয়ে শুরু হয়েছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর বৃত্তটা সম্পূর্ণ হয়েছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বাংলা সফরে আসার কথা ছিল। তবে দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে হামলার কারণে তার সেই সফর বাতিল করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সফর বাতিল হলেও শনিবার অমিত শাহের বাসভবনে পৌঁছে যান রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল রথীন চক্রবর্তীরা।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তীরা তৃণমূল ছাড়ার পর হাওড়ায় কি হতে চলেছে তার সকলেই আন্দাজ করতে পারছেন। খুব ভালো ভাবেই বোঝা যাচ্ছে হাওড়ায় সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়েছে তৃণমূল।