Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিম্রতা নিকি হ্যালি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রাক্তন ‘বস’ ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালি। টুইটে তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। তিনি প্রথম রিপাব্লিকান , যিনি ডোলান্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন।

পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান নিম্রতা। একদা রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন তিনি। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার গভর্নরও ছিলেন নিকি। রাজনৈতিক হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। নিকির মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া তাই বড় চমক হতে চলেছে।

উল্লেখ্য, বছর ঘুরলেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। লড়বেন ৭৬ বছর বয়সী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এবার চ্যালেঞ্জ জানালেন ৫১ বছর বয়সী নিকি।

নিম্রতা নিকি হ্যালি

নিকির পুরো নাম নিম্রতা নিকি রণধাওয়া হ্যালি। জন্ম দক্ষিণ ক্যারোলিনাতেই। তাঁর বাবা-মা দু’জনেই ভারত থেকে আমেরিকায় যান। বাবা অজিত সিংহ রণধাওয়া ছিলেন পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা রাজ কউর রণধাওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী। দু’জনেই অমৃতসরে থাকতেন। পরবর্তী কালে আমেরিকার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে কানাডায় যান তাঁরা। পরে আমেরিকার দক্ষিণের কলেজে অধ্যাপকের চাকরি পান।

নিকির মা আমেরিকাতে শিক্ষকতা করেছেন। পরে নিজেদের পোশাকের ব্যবসা শুরু করেন তিনি। নিকি মায়ের ব্যবসায় সাহায্য করেছেন দীর্ঘ দিন।