Friday, May 17, 2024
দেশ

ধর্না দিলেই ২০ হাজার টাকা জরিমানা, হিংসায় জড়িত থাকলে বহিষ্কার, নয়া শৃঙ্খলা বিধি জারি করল JNU

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখতে নয়া শৃঙ্খলা বিধি জারি করলো দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)।

জেএনইউ কর্তৃপক্ষ নয়া বিধিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না দিলেই পড়ুয়াদের ২০ হাজার টাকা জরিমানা করা হবে। কোনও পড়ুয়া হিংসাত্মক কোনও ঘটনায় জড়িয়ে পড়লে ৩০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। এমনকি অভিযুক্তকে বহিষ্কারও করা হতে পারে।

উল্লেখ্য, প্রায়শই জেএনইউ দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। বিবিসির বিতর্কিত ডকুমেন্টারি দেখানো থেকে শুরু করে কৃষি আইন বাতিল, সিএএ, এনআরসির বিরোধীতা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকে JNU.

জেএনইউ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তবে বাম সংগনগুলি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। এসএফআই, আইসা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ফ্যাসিস্ট বলে তোপ দেগেছে।