Friday, May 17, 2024
বিনোদন

‘জ্বলবে তোর বাবার…’, আদিপুরুষ সিনেমায় ভগবান হনুমানের সংলাপে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিতর্কের মধ্যে দিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। এরপর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই সিনেমার বিভিন্ন ক্লিপস। যাতে হনুমানকে রীতিমতো বলতে শোনা যাচ্ছে, ‘কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার।’ যা শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। হনুমানকে ভগবান হিসেবে পুজো করা হয়। তাঁর মুখে এহেন সংলাপ শুনে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। উঠেছে এই সিনেমা নিষিদ্ধের দাবি।

এদিকে, হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে ইতিমধ্যেই এই সিনেমা নিষিদ্ধের দাবি জানিয়েছে হিন্দু সেনা। তাঁরা দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে।

হিন্দু সেনার অভিযোগ, ‘আদিপুরুষ’ সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করা হয়েছে। কারণ সিনেমাটি মহর্ষি বাল্মীকি, তুলসীদাস প্রমুখ লেখকদের দ্বারা রচিত রামায়ণে বর্ণনা অনুসারে বানানো হয়নি। এই সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ভগবান রাম এবং হিন্দু ধর্মীকে অবমাননা করা হয়েছে।