Friday, May 17, 2024
আন্তর্জাতিক

নেপালে কমেছে হিন্দু ও বৌদ্ধ জনসংখ্যা, বেড়েছে মুসলিম জনসংখ্যা, বলছে সর্বশেষ আদমশুমারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সামনে এল নেপালের সর্বশেষ আদমশুমারির ফলাফল। তাতে দেখা যাচ্ছে, নেপালে গত এক দশকে হিন্দু ও বৌদ্ধ জনসংখ্যা কমেছে। অন্যদিকে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা বেড়েছে। নেপালে প্রতি ১০ বছর অন্তর অন্তর আদমশুমারি পরিচালনা করা হয়। কিন্তু এবার করোনার কারণে ফলাফল প্রকাশ হতে দেরি হয়।

শনিবার নেপালের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালের আদমশুমারি তথ্য প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত ১০ বছরে নেপালে হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে ০.১১ শতাংশ এবং বৌদ্ধ জনসংখ্যা কমেছে ০.৭৯ শতাংশ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে .৬৯ শতাংশ। কিরাত এবং খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ০.১৭ এবং ০.৩৬ শতাংশ।

নেপালের প্রধান ধর্ম হিন্দুধর্ম। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নেপালের মোট জনসংখ্যার ৮১.১৯ শতাংশ হিন্দু। নেপালে মোট হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ২,৩৬,৭৭,৭৪৪ জন। বৌদ্ধধর্মাবলম্বী মানুষের সংখ্যা ২৩,৯৪,৫৪৯। হিন্দুদের পরেই দ্বিতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা। নেপালের জনসংখ্যার মোট ৮.২ শতাংশ বৌদ্ধ।

এদিকে, নেপালে মুসলিম জনসংখ্যা ১৪,৮৩,০৬০ জন। যা মোট জনসংখ্যার ৫.০৯ শতাংশ। তৃতীয় সর্বাধিক অনুসরণ করা ধর্ম। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বাড়ছে।

এছাড়া খ্রিস্টধর্ম নেপালের পঞ্চম বৃহত্তম ধর্ম। মোট জনসংখ্যার ৫,১২,৩১৩ জন খ্রিস্টান। মোট জনসংখ্যার ১.৭৬  শতাংশ।

২০১১ সালের আদমশুমারির সময়, নেপালের মোট জনসংখ্যার ৮১.৩ শতাংশ হিন্দু, ৯ শতাংশ বৌদ্ধ, ৪.৪ শতাংশ মুসলিম, ৩.১ শতাংশ কিরাতি এবং ০.১ শতাংশ খ্রিস্টান ছিল। – News Drum