ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া, প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস লিখলেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ চোপড়া। রবিবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে দেশের হয়ে প্রথম সোনা জিতলেন তিনি।
এদিকে, দ্বিতীয় হয়ে রুপো জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। ৮৭.৮২ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন নাদিম। ব্রোঞ্জ জিতেছেন জার্মানির ওয়েবার। তৃতীয়বারের চেষ্টায় ৮৫.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন তিনি।
সোনা জয়ের পর ২৫ বছর বয়সী নীরজ চোপড়া বলেন, ‘সবাই বলতেন এই পদকটা জেতা ভারতের বাকি আছে। সেটা জিতলাম। তবে ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছোঁড়ার বিষয়টা বাকি আছে। আমি ভাবছিলাম রবিবার সেটা হয়ে যাবে। আগামীদিনে আরও অনেক প্রতিযোগিতা আছে। আরও সময় আছে। আরও পরিশ্রম করব। আরও নিজেকে উজাড় করে দেব।’
ভারতের সোনার ছেলে নীরজ বলেন, ‘দেশবাসীকে ধন্যবাদ জানাই। রাতে জেগে আপনারা আমায় সমর্থন করার জন্য ধন্যবাদ। এই পদকটা গোটা ভারতবাসীর জন্য। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সবকিছু করতে পারি। আপনারাও পরিশ্রম করে যান। পুরো বিশ্বে আমাদের নাম ছড়াতে হবে।’