Sunday, October 6, 2024
রাজ্য​

দত্তপুকুর বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার শফিক আলি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দত্তপুকুর বোমা বিস্ফোরণ কাণ্ডে একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম শফিক আলি। নীলগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, বিস্ফোরণে নিহত কেরামত আলির সঙ্গে অংশীদারিত্বে ব্যবসা করতেন শফিক।

উল্লেখ্য, রবিবার নীলগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নীলগঞ্জের মোচপোলে বাজি কারখানায় ভয়াবহ এই বিস্ফোরণ কান্ডে তোলপাড় গোটা রাজ্য–রাজনীতি। অভিযোগ উঠছে বারুদের স্তূপে পরিণত করা হচ্ছে রাজ্যকে। একের পর এক বিস্ফোরণ কান্ড ঘটে চলেছে।

নীলগঞ্জ কান্ডে জানা গেছে, ভিন জেলার কারিগরদের সঙ্গে নিয়ে কেরামত আলি এই কাজ করছিলেন। আর তাতে বড় অঙ্কের টাকা লাগিয়ে মুনাফা করতেন শফিক আলি। এবার সেই শফিককে গ্রেফতার করলো পুলিশ।