Sunday, May 19, 2024
দেশ

এনডিএ-র কাছে ১২৫ কোটি ভারতবাসীর আস্থা রয়েছে: মোদী

নয়াদিল্লি: প্রত্যাশিতভাবেই লোকসভায় খারিজ হয়ে গেল বিরোধীদের অনাস্থা প্রস্তাব। সরকারের পক্ষে ভোট দিলেন ৩২৫ জন সাংসদ। আর বিপক্ষে ভোট পড়ল মাত্র ১২৬। অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এনডিএ সরকারকে সমর্থন করার জন্য এবং অনাস্থার বিপক্ষে ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে কৃতজ্ঞতা জানান তিনি।

টুইটবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘লোকসভা এবং ১২৫ কোটি ভারতবাসীর আস্থা রয়েছে এনডিএ-এর। যে সমস্ত রাজনৈতিক দলগুলি আজ আমাদের পক্ষে থেকেছে আমি তাদের ধন্য়বাদ জানাই। ভারতকে পরিবর্তন করা এবং দেশের যুব সম্প্রদায়ের স্বপ্ন পরিপূর্ণ করার জন্য আমাদের চেষ্টা চলতে থাকবে। জয় হিন্দ।’

এনডিএ সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছিল মোদী-শাহের প্রাক্তন শরিক টিডিপি। তাতে সঙ্গ দিয়েছিল কংগ্রেসও। সোনিয়া গান্ধী জানিয়েছিলেন, তাঁদের কাছে সংখ্যা রয়েছে। তার পাল্টা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে অঙ্কে কাঁচা বলে খোঁচা দিয়েছিল বিজেপি। এদিন ভোটাভুটির আগে সংসদ থেকে ত্যাগ করে শিবসেনা এবং এআইডিএমকে।