Friday, May 17, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গের ১৭৯ ওবিসির মধ্যে ১১৮ টিই মুসলিম সম্প্রদায়ের, তালিকায় রয়েছে বাংলাদেশি-রোহিঙ্গারাও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংরক্ষণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। বাংলাদেশ থেকে আসা মুসলিম, রোহিঙ্গাদেরও অনগ্রসর শ্রেণির (OBC) সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর ফলে বঞ্চিত হচ্ছেন বাংলার বাসিন্দাদের। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (এনসিবিসি) গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার এনসিবিসির চেয়ারপার্সন হংসরাজ গঙ্গারাম আহির বলেন, ‘পশ্চিমবঙ্গে মোট ১৭৯টি ওবিসি গোষ্ঠী রয়েছে। যার মধ্যে ১৮৮ টি মুসলিম সম্প্রদায়ের। এ বিষয় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


হংসরাজ গঙ্গারাম আহির আরও বলেন, ‘তালিকায় অন্তর্ভুক্ত মুসলিম সম্প্রদায়ের অনেকেই বাংলাদেশ থেকে আসা মুসলিম, রোহিঙ্গারা। গোটা বিষয়টি আমরা তদন্ত শুরু করছি। অবৈধ বাংলাদেশিদের জন্য প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। আমরা এ বিষয়ে রাজ্য সরকারের জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘রাজ্যের ওবিসি তালিকা সর্বাধিক অনগ্রসর শ্রেণি (ক্যাটাগরি A) এবং অনগ্রসর শ্রেণি (ক্যাটাগরি B) ভাগে বিভক্ত। ক্যাটাগরি এ-র অন্তর্ভুক্ত মোট ৮১টি সম্প্রদায় রয়েছে, যার মধ্যে ৭৩টি মুসলিম এবং ৮টি হিন্দু। ক্যাটাগরি বি-তে মোট ৯৮টি সম্প্রদায় রয়েছে, যার মধ্যে ৪৫টি মুসলিম সম্প্রদায়ের এবং বাকিগুলি হিন্দু সম্প্রদায়ের।’

হংসরাজ গঙ্গারাম বলেন, ‘আমরা মুসলিমদের সংরক্ষণের বিপক্ষে নই। তবে অনিয়ম বরদাস্ত করা হবে না।’ – Tribune