Friday, April 26, 2024
দেশ

‘হাইকমান্ড মনে করে তারা যেটা ভাবেন সেটাই সঠিক, বাকি সবাই ভুল’, বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক কিরণ রেড্ডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন অন্ধপ্রদেশের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেব। তবে দলের শীর্ষ নেতৃত্বের পর পর ভুল সিদ্ধান্তরে কারণেই কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছি।’

প্রাক্তন এই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ‘জনমত মেনে নিয়ে ভুল শোধরাতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। দলের হাইকমান্ড মনে করে যে তাঁরা যা ভাবেন, সেটাই সঠিক। বাকি সবাই ভুল।’

অন্ধ্রের ১৬তম মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি দাবি করেন, ‘একের পর এক রাজ্যে হাইকমান্ডের ভুল সিদ্ধান্তের কারণে ভরাডুবি হচ্ছে দলের। কংগ্রেস শক্তি হারাচ্ছে। মানুষের সঙ্গে তারা কথা বলে না। দলের নীচু স্তরের নেতাদের মতামত গ্রহণ করে না কংগ্রেসের হাইকমান্ড। এটা কোনও একটি নির্দিষ্ট রাজ্যের কথা নয়। গোটা দেশে এটা হয়েছে।’

এরপরেই খোঁচা মেরে চারবারের বিধায়ক কিরণ বলেন, ‘একটা প্রবচন আছে – আমার রাজা খুব বুদ্ধিমান। কিন্তু নিজে কিছু চিন্তা করেন না। তিনি অন্য কারও পরামর্শও গ্রহণ করেন না।’

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন কিরণ রেড্ডি।