Friday, April 26, 2024
কলকাতা

শহরের ৭টি বন্ধ হওয়া রুটে ফের ট্রাম চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ট্রাম দূষণহীন পরিবেশবান্ধব যান। ইতিমধ্যেই সমাজের বিশিষ্টজনরা বন্ধ হয়ে যাওয়া রুটে ট্রাম চালানোর জন্য আন্দোলন করছে। এরই মধ্যে রাজ্য সরকার শহরের ৭টি বন্ধ হওয়া রুটে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, শ্যামবাজার, বালিগঞ্জের মত বিধাননগরেও ট্রাম পরিষেবা ফের চালু করার কথা ভাবছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কাপুর জানান, রাজ্য সরকার ২০২৫ সালের মধ্যে এই সাতটি রুটে নতুন করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

যে সাত রুটে ট্রাম পরিষেবা ফের চালু হতে পারে-

১. টালিগঞ্জ-এসপ্লানেড (ধর্মতলা)

২. বালিগঞ্জ-এসপ্লানেড

৩. শ্যামবাজার-বিবাদী বাগ

৪. খিদিরপুর-এসপ্লানেড

৫. বিধাননগর-এসপ্লানেড

৬. বিধাননগর-হাওড়া ব্রিজ

৭. বিধাননগর-বিবাদী বাগ