Monday, April 29, 2024
দেশ

বিবাহবিচ্ছেদের জন্য মুসলিম মহিলাদের যেতে হবে আদালতে, শরিয়া কাউন্সিলের সার্টিফিকেট অবৈধ: মাদ্রাজ হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুসলিম মহিলাদের বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ঐতিহাসিক রায় দিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। বিচারপতি সি. সারাভানন বলেছেন, বিবাহবিচ্ছেদের জন্য মুসলিম মহিলারা আদালতে মামলা করতে পারেন। কিন্তু, বেসরকারি কোনও মধ্যস্থতাকারী যেমন শরিয়ত কাউন্সিলের এ বিষয়ে কোনও এক্তিয়ারই নেই।

উল্লেখ্য, মুসলিম পার্সোনাল ল’ (শরীয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টের অধীনে মুসলিম মহিলাদের বিবাহবিচ্ছেদকে ‘খুলা’ বলে। অন্যদিকে, মুসলিম পুরুষদের ক্ষেত্রে একে তালাক বলা হয়। মাদ্রাজ হাইকোর্ট সাফ জানিয়েছে, শরিয়া কাউন্সিলের দেওয়া সার্টিফিকেট অবৈধ। এই সার্টিফিকেটের কোনও আইনি গ্রহণযোগ্যতা নেই।

মুসলিম মহিলাদের আইনি বিবাহ বিচ্ছেদের জন্য তামিলনাড়ু আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারপতি সারাভানান বলেছেন, প্রথাগত আইনের অধীনেও বিবাহ বাতিলের সার্টিফিকেট ‘জামাতের কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি স্ব-ঘোষিত সংস্থা’ দ্বারা জারি করা যায় না।