Friday, March 29, 2024
দেশ

‘মদ নয়, দুধ খান’, মদের দোকানের সামনে গরু বেঁধে দিয়ে আহ্বান উমা ভারতীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমাতে নয়া দাওয়াই নিয়ে হাজির হলেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। ‘মদ নয়, দুধ খান’, বার্তা দিতে এবার মদের দোকানের সামনে গরু বেঁধে দিলেন তিনি। মধ্যপ্রদেশের একটি মদের দোকানের সামনে গরু বেঁধে তাদের খড় খাওয়ান তিনি।

উমা ভারতী আহ্বান জানান, গরুর দুধ পান করুন এবং অ্যালকোহল পরিহার করুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি-শাসিত রাজ্যে মদ খাওয়ার বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার এটি করেন।

মন্দির ও প্রাসাদের জন্য বিখ্যাত নিওয়ারি জেলার একটি শহর ওড়ছাতে মদের দোকানের সামনে গরু বেঁধে রাখেন উমা ভারতী। তাঁকে এসময় মদ নয়, দুধ পান করুন স্লোগান দিতে দেখা যায়।

গত বছর জুনে মদের দোকানে গোবর ছুড়ে মেরেছিলেন বিজেপি নেত্রী উমা ভারতী। ২০২২ সালের মার্চে তিনি ভোপালের একটি মদের দোকানে পাথর ছুড়েছিলেন। এদিন আউটলেটের একজন কর্মী অবিলম্বে দোকানের শাটার নামিয়ে দেন।