Thursday, May 16, 2024
দেশ

নতুন মন্ত্রকের সূচনা করল নরেন্দ্র মোদী সরকার

কলকাতা: বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করা হবে বলে খবর। তার আগেই নতুন মন্ত্রক তৈরি করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে নতুন সমবায় বা কো অপারেটিভ মন্ত্রকের ঘোষণা করা হল। বিবৃতি জারি করে বলা হয়েছে, সমবায় আন্দোলনকে আরও মজবুত করে তুলতেই নতুন এই মন্ত্রকের গঠন করা হয়েছে। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নবনির্মিত এই মন্ত্রক দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করে তুলতে একটি পৃথক প্রশাসনিক কাঠামো, আইন এবং নীতি নির্ধারণ করবে। দেশের তৃণমূলস্তরে পৌঁছে দেওয়া হবে সমবায়ের পরিষেবা। প্রতিটি সদস্যের দায়িত্বে সমবায় নির্ভর উন্নয়ন কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সমবায়ের জন্য শিল্পবান্ধব পরিবেশ তৈরি করবে মন্ত্রক।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন, বাজেট ঘোষণা অনুযায়ী সমবায় মন্ত্রক গঠন করায় নরেন্দ্র মোদী সরকারের কাছে আমি কৃতজ্ঞ। এতে ‘সহকার সে সম্বৃদ্ধি’, অর্থাৎ সহায়তাই এগিয়ে চলার ভাবনার আরও প্রসার ঘটবে। দেশের প্রতিটি কোনায় পৌঁছে যাবে সমবায়। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।

উল্লেখ্য, হঠাৎই এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। চলতি বছর বাজেট পেশকালীন সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সংক্রান্ত মন্ত্রক সূচনা করা হবে বলে জানিয়েছিলেন। সেই মতো মন্ত্রিসভা সম্প্রসারণের আগের দিনই নতুন মন্ত্রক তৈরির ঘোষণা করল মোদী সরকার।