Thursday, May 2, 2024
দেশ

৬ বছর বয়েস হলে তবেই স্কুলে ভর্তি, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য সর্বনিম্ন বয়স ছয় বছর নির্ধারণ করার নির্দেশ দিয়েছে।

কেন্দ্র সাফ জানিয়েছে, প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স হওয়া উচিত ন্যূনতম ৬ বছর। একাধিক রাজ্য কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এখনও এই নির্দেশিকা মানছে না বেশ কিছু রাজ্য। তাই এবার কেন্দ্রের তরফে নতুন করে নির্দেশিকা পাঠানো হল সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।

শিক্ষা মন্ত্রকের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, নয়া নীতিটি এইভাবে প্রি-স্কুল থেকে ক্লাস টু পর্যন্ত শিশুদের নির্বিঘ্নে শেখার এবং বিকাশকে উন্নীত করছে।