Monday, May 20, 2024
দেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন মানিক সাহা, ছিলেন মোদী-শাহ, বয়কট বাম-কংগ্রেসের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন মানিক সাহা। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির শীর্ষ নেতারা। এদিকে, শপথগ্রহণ বয়কট করে সিপিএম এবং কংগ্রেস।

৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ৩২টি আসন পেয়েছে বিজেপি। তাদের জোটসঙ্গী আইপিএফটি একটি মাত্র আসন জেতে। সিপিএম পেয়েছে ১১টি আসন। কংগ্রেস পেয়েছে ৩টি আসন। ১৩টি আসন পেয়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হয় তিপ্রা মথা।

বিজেপি সূত্রে খবর, তিপ্রা মথার সঙ্গে কথা চলছে। প্রাথমিক পর্বের আলোচনা ভেস্তে গেলেও বিজেপি আশা করছে, বিজেপির সঙ্গে হাত মেলাবেন উপজাতিদের ‘মহারাজা’ তিপ্রা মথা প্রধান প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা। তিপ্রা মথার জন্য তাই গুরুত্বপূর্ণ তিনটি দফতর রেখে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে দীর্ঘ বামশাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি। এবার ফের সেখানে সরকার গঠন করলো গেরুয়া শিবির।