Tuesday, April 30, 2024
রাজ্য​

খাদিকুলে বিস্ফোরণে নিহতদের পরিবারকে আড়াই লাখ করে সাহায্য, হোমগার্ডে চাকরির ঘোষণা মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল বিস্ফোরণকাণ্ডে নিহতদের পরিবার পিছু আড়াই লাখ টাকা অর্থ সাহায্য এবং পরিবারের একজনকে হোমগার্ডে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার এগরায় গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের চেক বিলি করেন মমতা। নিহত ও আহতদের পরিবারের ছোটদের পড়াশোনার দায়িত্ব নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সকাল ১১টা নাগাদ ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় আমাদের চোখ খুলে গিয়েছে। ২ মাসের মধ্যে কিভাবে এই ঘটনা ঘটেছে তার রিপোর্ট আসবে। অবৈধ বাজি কারখানা বন্ধ করে দেওয়া হবে। আর যেন একটাও জীবন নষ্ট না হয়।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শব্দবাজি তৈরির কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করন। এতে করে প্রাণহানি হয়।’