Wednesday, April 24, 2024
রাজ্য​

কিছু পুলিশ অফিসার ঘুষ খায়, কাজ করে না: সৌগত রায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল নেতা অর্জুন সিংয়ের পরে এবার বেফাঁস মন্তব্য করলেন সৌগত রায়। তিনি বলেন, ‘কিছু পুলিশ ঘুষ নেয়, কাজ করে না। এ বিষয়ে প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানাবো।’ ব্যারাকপুরে সোনার দোকানে খুনের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূল নেতা অর্জুন সিং বলেন, ‘পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব থাকে।’ তার সেই মন্তব্যে হইচই পড়ে যায়। এবার পুলিশ নিয়ে বোমা ফাটালেন সৌগত রায়।

দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনের পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছে। তিন বছর আগে মনীশ শুক্লা খুন হয়েছিলেন।”

তিনি আরও বলেন, “সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আমি মনে করি পুলিশ ভালো কাজ করার চেষ্টা করছে। কিছু পুলিশ অফিসার আছে, যারা ঘুষ খায়, কাজ করে না। তবে সবাই খারাপ নয়।”

উল্লেখ্য, গত বুধবার ব্যারাকপুরে একটি সোনার দোকানে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে দোকানের মালিকের ছেলের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা তান্ডব চালায়। জনবহুল এলাকার ভর সন্ধ্যায় এমন ঘটনা পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে।